পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করতে চায়: পুতিন

|

স্কাই নিউজ থেকে সংগৃহীত ছবি।

পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করতে চায় বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, রাশিয়ার বিরুদ্ধে যতো প্রোপাগান্ডা প্রচার করা হবে রুশ সমাজ ততো বেশি ঐক্যবদ্ধ হবে বলেও মনে করেন তিনি। খবর স্কাই নিউজের।

শুক্রবার (১৯ মে) রাশিয়ান কাউন্সিলের এক ভার্চুয়াল বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে সংঘাত তৈরির চেষ্টা করছে পশ্চিমারা। পশ্চিমারা মস্কোর ওপর যতো নিষেধাজ্ঞা আরোপ করছে, ততো মজবুত হচ্ছে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে সম্পর্ক।

পুতিন এ মন্তব্য করেছেন, যখন জাপানে শীর্ষ ধনী দেশগুলোর সংগঠন জি সেভেন’র সম্মেলন চলছে। সেখানে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন নেতারা।

পুতিন আরও বলেন, আমাদের বিরুদ্ধে সব ধরনের অস্ত্রই ব্যবহার করা হচ্ছে। অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, তথ্যগত। রাশিয়া বিরোধী সবচেয়ে শক্তিশালী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এখন। যা আমাদের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক মূল্যবোধের ওপর আঘাত করছে প্রতিনিয়ত। রুশদের ভ্রাতৃত্ববোধ ও ঐক্য নষ্টের চেষ্টা করছে। রাশিয়ার বিরুদ্ধে যতো নিষেধাজ্ঞা দেবে, যতো মিথ্যে প্রচার করবে রুশ সমাজ ততোই ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, চলমান সম্মেলনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে পারে এমন যেকোনো পণ্য রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে জোটের সদস্যরা। জানা গেছে, এ সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করবেন জি সেভেন নেতারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply