সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মস্কোর ওপর ওয়াশিংটনের কড়াকড়ি আরোপের জবাবে এই পদক্ষেপ নিলো ক্রেমলিন। খবর সিএনএন এর।
এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে রুশ কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে বাইডেন প্রশাসন। তারই প্রতিক্রিয়ায় ৫০০ মার্কিন নাগরিকের ওপর এই কড়াকড়ি আরোপ করা হলো।
রাশিয়ার এ তালিকায় সিনেটর, কংগ্রেস সদস্যদের পাশাপাশি রয়েছেন বহু গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংবাদিক। যার মধ্যে অন্যতম স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স। এছাড়াও রয়েছেন সিএনএন এর সাংবাদিক ইরিন বুরনেটও। মস্কো জানায়, বিশ্বজুড়ে রুশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এসব ব্যক্তিরা। তাদের উপযুক্ত জবাব দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এসজেড/

