চীনের ওপর থেকে বাণিজ্যিক নির্ভরতা কমাবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো। শুক্রবার (১৯ মে) জাপানে চলমান জি-সেভেন সম্মেলনের প্রথম দিনের বৈঠকে আসে এ সিদ্ধান্ত।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্ভরতা কমাতে বেইজিংয়ের সাথে ধীরে ধীরে বাণিজ্য কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেন নেতারা। বাণিজ্য খাতে চীনের ক্রমবর্ধমান অগ্রসরকে হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন তারা। একই সাথে অঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চীনের দৌরাত্ম্য কমিয়ে আনার ওপরও জোর দেয়া হয় আলোচনায়।
জি-সেভেন সম্মেলনে জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র। আলোচনায় জি-সেভেন নেতারা বলেন, বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে আনলেও জাতীয় স্বার্থ বিবেচনায় শি জিনপিং প্রশাসনের সাথে গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখবেন তারা।
এসজেড/

