বিডিআর বিদ্রোহ: সারসংক্ষেপ জমা না দেয়া আসামিদের ২ মাস সময় দিয়েছেন আপিল বিভাগ

|

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় যেসব আসামি সারসংক্ষেপ জমা দেননি; তাদের ২ মাস সময় বেধে দিয়েছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে সারসংক্ষেপ জমা না দিলে আসামিদের আপিল খারিজ হবে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন ২০২১ সালে আপিল বিভাগে আবেদন করেছিলেন। কিন্তু তার সারমর্ম এখনো জমা দেননি।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। ওই বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply