ফেনী প্রতিনিধি:
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড় এলাকা থেকে ১০৮টি সুন্দি জাতের কাছিম উদ্ধার করেছে পুলিশ। এ সময় কনক চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত উপানন্দ চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে কাছিমগুলো উদ্ধার করা হয়। শনিবার (২০ মে) দুপুরে কাজিরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করা উপলক্ষে প্রেস ব্রিফিং করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন, সামাজিক বন বিভাগ ফেনী সদরের রেঞ্জ অফিসার বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রেসকিউ টিমের ফাউন্ডার সাইমুন ফারাবী। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এএআর/
Leave a reply