পতিতাবৃত্তি নেটওয়ার্ক প্রধানের ফাঁসি কার্যকর করলো ইরান 

|

ইরানে মানবপাচারকারী এবং পতিতাবৃত্তি নেটওয়ার্কের প্রধান শাহরুজ সোখনুরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২০ মে) তার ফাঁসি কার্যকর করা হয়। খবর আল অ্যারাবিয়ার।

ইরানের আদালত বিষয়ক সংবাদমাধ্যম মিজান নিউজ জানিয়েছে, সুপ্রিম কোর্টে শাহরুজ শোখনুরির মৃত্যুদণ্ড নিশ্চিত হওয়ার পর, সকালে তার দণ্ড কার্যকর করা হয়েছে। শাহরুজ ইরানের আইন অনুযায়ী ‘করাপশন অন আর্থ’ অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে মানবপাচার ও পতিতাবৃত্তির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। যেখানে তার পাতা ফাঁদে পা দিতেন ইরানি ও অন্যান্য দেশের নারীরা।

গত শুক্রবার সরকার বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন সদস্যকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। এর একদিন পরই দেশটিতে আরেক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।

আদালত জানিয়েছে, শাহরুজ ১৯৮৩ সালে ইরান ছাড়েন। এরপর তিনি ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এরপর ২০২০ সালে বিদেশ থেকে কৌশলে তাকে ধরে আনা হয়। তবে কোন দেশ থেকে শাহরুজকে আটক করা হয় সে বিষয়টি প্রকাশ করেনি আদালত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply