ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

|

ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ১৮তম সপ্তাহের মতো বিক্ষোভ করলেন ইসরায়েলিরা। শনিবার (২০ মে) রাজধানী তেল আবিবে ছিল তাদের প্রতিবাদ-সমাবেশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রধান চত্বরে হাজির হন লাখো মানুষ। তাছাড়া শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। তারা অবিলম্বে বিচার বিভাগের সংস্কার পরিকল্পনা বাতিলের দাবি তোলেন।

ইহুদিদের অভিযোগ, এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হবে। প্রতিষ্ঠিত হবে একনায়কতন্ত্র। চলতি বছরের শুরুতেই কট্টর ডানপন্থী প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন গাভির প্রস্তাব দেন বিচার বিভাগীয় সংস্কারের। এর মাধ্যমে সর্বোচ্চ আদালতের ক্ষমতা কমানো হবে। এখতিয়ার বাড়বে পার্লামেন্টের। সেসময় বিতর্কিত যেকোনো বিল পাস করাতে পারবেন এমপিরা। তাতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রয়োজন হবে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply