আগের ম্যাচেই এস্পানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবে প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় শিরোপা জয়ের উৎসবটা ঠিকঠাক করা হয়ে ওঠেনি বার্সেলোনার। চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
শনিবার রাতে ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে বার্সেলোনাকে গার্ড অব অনার দেয় সোসিয়েদাদ। কিন্তু ম্যাচের ৫ মিনিটেই বার্সেলোনার জালে বল জড়ায় ক্লাবটি। সোসিয়েদাদকে লিড এনে দেন মিকেল মেরিনো।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দ্বিতীয় গোল আসে ৭১ মিনিটে। নরওয়ে স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথের গোলে ব্যবধান দ্বিগুণ করে সোসিয়েদাদ। খেলার ৯০ মিনিটে লেভানডোভস্কি এক গোল দিলেও ২-১ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এদিকে, ম্যাচ শেষে বার্সেলোনার হাতে তুলে দেয়া হয় ট্রফি। ম্যাচে জয় না মিললেও ঘরের মাঠে সমর্থকদের সামনে শিরোপা উদযাপনে কোনো কমতি ছিল না তাদের।
৩৫ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেটিকো মাদ্রিদ।
ইউএইচ/
Leave a reply