নিষেধাজ্ঞা দিয়ে কাউকে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

|

নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে লাভ হয় না। ইরান, কিউবা ও রাশিয়ায় নিষেধাজ্ঞা দিয়ে লাভ হয়নি। এভাবে কাউকে দমিয়ে রাখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তারা দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে।

রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও কথা বলেন নিষেধাজ্ঞার প্রসঙ্গে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

কৃষিমন্ত্রী বলেন, বাস্তবতা বুঝে আর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র, সরকার তা আশা করছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এরপরও যদি কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়, তবে সার্বভৌম দেশ হিসেবে নিজেদের মতো করে চলবে বাংলাদেশ।

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার ব্যবস্থা নিয়েছে। এজন্য নিষেধাজ্ঞা দেয়া ঠিক হয়নি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply