সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করেছেন ৩ শতাধিক চরমপন্থী। রোববার (২১ মে) র্যাব-১২ এর তত্ত্বাবধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা।
আত্মসমর্পণকারীরা টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলার বাসিন্দা। তারা ২ শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, সিরাজগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আত্মসমর্পণকৃত চরমপন্থীদের আইনগত সহযোগিতাসহ স্বাভাবিকভাবে জীবনযাপন করার প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে। বর্তমান সরকার আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের জন্য আন্তরিকতার সাথে কাজ করছে।
এএআর/
Leave a reply