আইপিএলের ১৬তম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো মেতেছে জার্সি বদলের খেলায়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগানের জার্সি পরে ইডেন গার্ডেন্সে নামে লখনৌ সুপার জায়ান্টস। এর আগে এরকম কাজ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের জার্সি বাদে অন্য জার্সি পরে ম্যাচটি উৎসর্গ করার এমন ভিন্নধর্মী ট্রেন্ড নজর কাড়ছে ক্রীড়াবিশ্বের।
এই ট্রেন্ড শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। সম্প্রতি হয়ে যাওয়া নারী আইপিএল দলের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে উৎসর্গ করে পুরুষ দলও নারীদের জার্সি পরে মাঠে নামে। এরপর এমন জার্সি বদলের ট্রেন্ড দেখা গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ থেকেও। পরিবেশ রক্ষার স্লোগান নিয়ে গ্রিন ডে উপলক্ষে সবুজ জার্সি পরে মাঠে নেমেছিল দলটি। এবার জার্সির এই ভিন্নধর্মী ট্রেন্ডটি অনুসরণ করলো প্লে অফ নিশ্চিত করা লখনৌ সুপার জায়ান্টস।
কলকাতার সাথে তাদের ভাগ্য নির্ধারণী ম্যাচে কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগানের জার্সি পরে মাঠে নেমেছিল লখনৌ। বিষয়টি আসলে পূর্ব পরিকল্পিতই ছিল। ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, তারা মোহনবাগানের জার্সি পরে কলকাতার মাঠে নামবে। শুধু তাই নয়, মোহনবাগান দলটির ভক্তদের তারা আহ্বান জানায় ইডেন গার্ডেন্স কানায় কানায় ভরে দিতে।
সেই ডাক শুনেই মোহনবাগানের জার্সি পরে হাজির হয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটির হাজারো ভক্ত। তবে এখানেও হলো বিড়ম্বনা! মোহনবাগানের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়নি সমর্থকদের। মোহনবাগান ফ্যান ক্লাবটি জানায়, পুলিশ নয় বরং কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষই তাদের ঢুকতে দেয়নি। সবার কাছে টিকিট থাকার পরও এভাবে ঢুকতে না দেয়ার কারণে ভক্তরা মোহনবাগানের জার্সি খুলতে বাধ্য হয়।
/এম ই
Leave a reply