ফেনী শহরে পুলিশ ফাঁড়ির ঠিক সামনেই একটি পোশাকের দোকানে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মাঝে। সিসি ক্যামেরায় চোরকে স্পষ্ট দেখা গেলেও এখনো তাকে আইনের আওতায় আনা যায়নি। পুলিশ বলছে, চুরির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে শো-রুমের সামনে দিয়ে হেটে যাচ্ছে এক যুবক। কিছুক্ষণ পর শো-রুমের পেছন দিকে গিয়ে টিনের চালের ওপর ওঠে সে। পরে চালার সামান্য অংশ কেটে ঢুকে পড়ে দোকানটিতে।
দোকান মালিকের দাবি, নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা ও মালামাল চুরি গেছে। শহরের ব্যস্ততম সড়কে এ ধরনের চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাৎ হোসেন (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
একই দিন শহরের হিমেল স্টোর নামে এক দোকান মালিককে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ইউএইচ/
Leave a reply