চুয়াডাঙ্গায় মাদক বিক্রির অপরাধে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

|

দণ্ডপ্রাপ্ত তারা বেগম।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির অপরাধে তারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুলাই দুপুরে মাদক বেচাবিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। সেখানে তাদের ঘর থেকে উদ্ধার করা হয় ৩০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয় মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পরে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়। তদন্ত শেষে ওই বছর ২৬ আগষ্ট আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন আদালত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply