ব্যক্তিগত ছবি ছড়ানোর ভয় দেখিয়ে করতো ব্ল্যাকমেইল, চক্রের ৯ সদস্য গ্রেফতার

|

সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেয়ার নাম করে তরুণীদের ব্ল্যাকমেইল করা চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সম্প্রতি রাজধানীর তেজগাঁও থানায় এ সংক্রান্ত এক তরুণীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া জানান, চক্রের সদস্যরা তরুণীদের ফেসবুক, ইনস্ট্রাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি হ্যাক করে ব্যক্তিগত গোপন ছবি ও ভিডিও হাতিয়ে নেয়। পরে এসব দিয়ে তরুণীদের ব্ল্যাকমেইলের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। অর্থ দিতে রাজি না হলে সেসব ভিডিও টেলিগ্রামসহ বিভিন্ন গ্রুপে বিক্রি করে দেয়া হয়। যেগুলোর ক্রেতা মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের উঠতি বয়সীরা। গ্রেফতারকৃতদের ব্যাংক একাউন্টে কয়েক কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply