যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে মানুষের ডেটা স্থানান্তর করার সময় এগুলোর অপব্যবহারের অভিযোগে ফেসবুকের প্রধান কোম্পানি মেটাকে ১২৯ কোটি ডলার জরিমানা করা হয়েছে। খবর বিবিসি‘র।
প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের ডেটা প্রোকেটশন কমিশন (ডিপিসি) এ অর্থ জরিমানা করে। ইউরোপীয় ইউনিয়ন জেনারেল ডেটা প্রোকেটশন রেগুলেটরি প্রাইভেসি আইনের মাধ্যমে ফেসবুককে এটি সবচেয়ে বড় অর্থ জরিমানার ঘটনা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
জেনারেল ডেটা প্রোকেটশন রেগুলেটরি (জিডিপিআর) বলছে, মেটার ডেটা স্থানান্তরে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের আইন অনুসরণ করতে হবে।
এদিকে এ আদেশকে মেটা ‘অগ্রহণযোগ্য এবং অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছে। তারা এর বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।
/এনএএস
Leave a reply