জাপোরিঝিয়ায় ফের হামলা, অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা শহর

|

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভ জানায়, রোববার (২১ মে) রাতে দূরপাল্লার কামান থেকে এই গোলাবর্ষণ চালানো হয়। এরপরই বন্ধ হয়ে যায় পরমাণু কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ। খবর দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।

ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা এনার্গোটোম জানায়, জাপোরিঝিয়া শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে অন্ধকারে নিমজ্জিত হয়েছে গোটা শহর। কবে নাগাদ আবার পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় বলে জানানো হয়।

এদিকে পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা এবং স্বাভাবিক কার্যক্রম নিশ্চিতের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply