আমাকে গ্রেফতার করার সম্ভাবনা ৮০ শতাংশ: ইমরান খান

|

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান দাবি করেছেন যে, তাকে মঙ্গলবার (২৩ মে) গ্রেফতারের সম্ভাবনা ৮০ শতাংশ। সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

হাইকোর্টের দেয়া ‘প্রোটেক্টেড বেইল’ আজই শেষ হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় দুর্নীতি দমন বিভাগ এসএবি দফতরে হাজিরা দিবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিতর্কিত ‘আল-কাদির ট্রাস্ট’ মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে।

ইমরান খানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পুরো পরিস্থিতি খতিয়ে দেখে ইমরান খান নিজেই বলেছেন, পুনরায় গ্রেফতারির সম্ভাবনা ৮০ শতাংশ। কারণ, তার বিরুদ্ধে আরও দেড়শটি মামলা রয়েছে। যেকোনো একটির অজুহাতে তাকে আবারও হেফাজতে নেয়া হতে পারে। এ সময় কর্মী সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

ইমরান খান আরও বলেছেন, সেনাবাহিনীর সাথে পিটিআইয়ের কোনো বিরোধ নেই। রাজনীতি থেকে দলটিকে হঠাতেই ‘মাইনাস ওয়ান’ নীতি গ্রহণ করেছে সরকার।

গত ৯ মে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার হন ইমরান খান। এর দু’দিন পর জামিনে মুক্ত হন তিনি। এ ঘটনায় পাকিস্তানে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply