লেগো দিয়েই আস্ত গাড়ি!

|

ছবি : সংগৃহীত

একটি-দুটি নয়। তিন লাখ ৮৩ হাজার ৬১০ টুকরো লেগো দিয়ে বানানো হলো আস্ত একটি গাড়ি। যা প্রদর্শিত হচ্ছে ডেনমার্কের লেগোল্যান্ডে। খবর রয়টার্সের।

ফেরারি মোনজা এসপি-ওয়ান মডেলের গাড়িটি নির্মাণে লেগেছে ৩৩৯ দিন। এক দশমিক তিন চার টনের যানটিতে শুধু স্টিয়ারিং হুইল আর চাকা আসল গাড়ির যন্ত্রাংশ। বাকি সবটাই লেগোর টুকরো।

অবশ্য, ইউরোপের কোনো দেশে নয়, বরং চেক প্রজাতন্ত্রের কারখানায় গাড়িটি বানানো হয়। নকশার জন্য সহযোগিতা করেন ফেরারির মূল ডিজাইনাররা। লেগোল্যান্ডেই সজ্জিত থাকবে লাল টুকটুকে গাড়িটি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply