বিশ্বকাপ নিশ্চিতের মিশনে আজ যুব এশিয়া কাপ হকিতে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল। প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চান অধিনায়ক প্রিন্স লাল সীমান্ত।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ মে) রাত ১০টায় মাঠে নামবে প্রিন্স-রকিরা। এই আসরে অংশ নিচ্ছে এশিয়ার দশটি দেশ।
অধিনায়ক প্রিন্স লাল সীমান্ত বলেন, এই বিষয়ে আমরা দলের মধ্যে অনেক কথা বলেছি। প্রথম ম্যাচ যদি আমরা ওমানের মাটিতে ওমানের সাথে জিতে শুরু করতে পারি, তাহলে আমাদের মরাল অনেক হাই থাকবে। ওখান থেকে টুর্নামেন্টে আমরা অনেক ভালো কিছু করবো।
অধিনায়কের মতো একই সুর কোচ মামুনুর রশিদের কণ্ঠেও। ভারতে ১০ প্রস্তুতি ম্যাচ খেলে আসা বেশ কাজে দেবে বলে জানিয়েছেন এই কোচ। তিনি বলেন, তিনদিনে মাঠে একটু এটাস্টমেন্ট হয়েছে। মাঠটা একটু স্লো। এই মাঠ অনেক পুরাতন কিন্তু এখানে কখনো হকি খেলা হয়নি। এটা পড়েছিল। পানি দেয়ার কোনো সিস্টেম ছিল না। ওরা এখন ম্যানুয়ালি পানি দেয়ার ব্যবস্থা করেছে। এই মাঠে ঘাস একটু বড়। বল টানলে একটু স্লো আসে। এই সমস্যা সমাধানের জন্য আমরা তিনদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করেছি।
ইউএইচ/
Leave a reply