নাইকো মামলা: হাইকোর্টে খালেদা জিয়ার আবেদনের শুনানি আগামী মঙ্গলবার

|

ফাইল ছবি।

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার (৩০ মে) ধার্য করেছেন আদালত। এছাড়া নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ চলতে বাধা নেই বলেও জানায় হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে তার আবেদনটি দাখিল করা হয়।

এর আগে গত ১৭ মে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply