ভারতে ২ হাজার রুপির নোট বাতিলের কার্যক্রম শুরু

|

ভারতে শুরু হয়েছে বাতিল হওয়া ২ হাজার রুপির নোট বদলের কার্যক্রম। হিন্দুস্তান টাইমসের খবর।

মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি প্রতিটি রাজ্যে থাকা ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক শাখা থেকে বদলে নেয়া যাবে ২ হাজার রুপির নোট। প্রতিদিন সর্বোচ্চ ১০টি নোট বদলে নেয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গেলো শুক্রবার হঠাৎই ২ হাজার রুপির নোট বাতিল করে ভারতীয় সরকার। এর আগে, ২০১৬ সালে ৫০০ ও ১০০ রুপির নোট বাতিল ঘোষণা করলে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। সে সময়ই দুই হাজার রুপির নোট ছাপানো শুরু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ দেখার পর প্রেম ভাঙলো যুগলের, থানায় ধর্ষণের অভিযোগ তরুণীর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply