গাজীপুর সিটি করপোরেশনে শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আরও জানালেন, যেকোনো বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এই নির্বাচন কমিশনার জানান, পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নির্বাচনের আগের রাত থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
গাজীপুর শিল্প এলাকা হওয়ায় দুষ্কৃতিকারীদের আধিক্যের কথা মাথায় রেখে ৩৫১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বলেও জানান মো. আলমগীর।
/এমএন
Leave a reply