সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
স্কুলে মদ্যপানের অভিযোগে নাটোরের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর বহিষ্কার ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। এদিকে, আপাতত অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ প্রসঙ্গে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, সোমবার (২২ মে) স্কুল চলাকালীন সময়ে নতুন ভবনের তৃতীয় তলার অব্যবহৃত সিঁড়িতে বসে মদ্যপান করছিল অষ্টম শ্রেণির ৬ শিক্ষার্থী। খবর পেয়ে শিক্ষকবৃন্দ তাদের হাতেনাতে ধরে ফেলেন। স্কুলের ম্যানেজিং কমিটি না থাকায় শিক্ষকমণ্ডলীর সম্মিলিত সিদ্ধান্তে মদসহ ধৃত শিক্ষার্থীদের টিসি প্রদান করা হয়। এ নিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে অন্য অভিভাবকরা শিক্ষকদের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানান।
উদ্ভুত পরিস্থিতিতে স্কুল প্রধান বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারকে অবহিত করলে তিনি আপাতত অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেনন।
/এসএইচ
Leave a reply