ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করলো বাবা

|

স্টাফ ক‌রেসপ‌নডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালী কলাপাড়ায় ছে‌লে ছাত্রলীগ করায় তা‌কে ত্যাজ্যপুত্র ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাবা।

কলাপাড়া উপ‌জেলার সেচ্ছা‌সেবকদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক মো. রাসেল মোল্লা তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রিয় কলাপাড়াবাসী আসসালামু আলাইকুম, আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র সে আমার সিদ্ধান্তকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবারের পক্ষ থেকে ত্যাজ্য ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোনো সদস্যদের সাথে তার কোনো সম্পর্ক নাই। আমি নিজেও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই; আগামীতে কোনো দলের সাথে জড়িত হবো না।

জানা গে‌ছে যে, কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আলিফ মাহমুদ রুদ্র। বর্তমা‌নে কলাপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন রুদ্র। তার বাবা সাবেক কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুদ্রর চাচা রফিকুল ইসলাম কলাপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জান‌তে চাই‌লে উপ‌জেলা ‌সেচ্ছা‌সেবক দ‌লের সা‌বেক নেতা এবং ছাত্রলীগ নেতা রু‌দ্রের বাবা রাসেল মোল্লা জানান, আমি আমার ছেলের জ্বালায় অতিষ্ট হয়ে গেছি, আমি আগে রাজনীতি করতাম, আমি রাজনীতিকে এখন পছন্দ করি না। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাই না। এইজন্য আমি তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি। খুব শীঘ্রই কাগজ-কলমে তাকে ত্যাজ্য করা হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অপর‌দি‌কে আলিফ মাহমুদ রুদ্র জানান, আমি আমার বাবার বাসাতে থাকি না, আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগকে পছন্দ করি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই। আমি ছাত্রলীগের রাজনীতি করি এজন্য আহত হয়েছি কয়েকবার। পরিবারের সাথে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক নেই। আমি ছাত্রলীগের নিবেদিত প্রাণ।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ত্যাজ্য করার বিষয়টি এটা তাদের পারিবারিক বিষয়। তারপরেও আলিফ মাহমুদ রুদ্র যদি বাংলাদেশ ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই তাকে মূল্যায়ন করা হবে। লক্ষ লক্ষ ছাত্রলীগের কর্মী বাংলাদেশে রয়েছে। তাদের বাবারা গৌরব করে তার সন্তানদের নিয়ে কারণ তার ছেলে ছাত্রলীগ করে। কিন্তু ছাত্রলীগ করার কার‌ণে বাবায় ত্যাজ্য করার ঘটনা বিরল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply