ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তারিক রামাদান

|

তারিক রামাদান (ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি)।

ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেলেন খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ তারিক রামাদান। সুইজারল্যান্ডের আদালতে কয়েক সপ্তাহ শুনানির পর এ অভিযোগ থেকে থেকে রেহাই দেয়া হয় তাকে। খবর আলজাজিরার।

জানা গেছে, ধর্ষণ, যৌন হয়রানি ও নির্যাতনের দায়ে মামলা চলছিলো সুইজারল্যান্ডের নাগরিক তারিক রামাদানের বিরুদ্ধে। এর আগে, একই ধরণের অভিযোগে ফ্রান্সেও চারটি মামলার মুখোমুখি হন তারিক। সেখানে নয় মাস জেলও খাটতে হয় তাকে।

অভিযোগকারী নারীর দাবি, ২০০৮ সালে জেনেভার এক হোটেলে ধর্ষণ করা হয় তাকে। একসময় তারিকের অনুসারী ছিলেন ইসলাম গ্রহণকারী ওই নারী। ২০১৭ সালে দায়ের করেন মামলা।

এদিকে, ভুক্তভোগীকে হোটেল রুমে আমন্ত্রণের কথা স্বীকার করলেও তার প্রতি কোনো ধরনের সহিংসতার দায় অস্বীকার করেন তারিক। রাজনৈতিক কারণে তার সম্মানহানীর উদ্দেশেই এ মামলা করা হয়েছে বলে দাবি তার।

প্রসঙ্গত, মিসরের আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার নাতি তারিক রামাদান। ২০০৪ সালে টাইম ম্যাগাজিনের শীর্ষ প্রভাবশালী ১০০ জনের তালিকায়ও নাম আসে তার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply