Site icon Jamuna Television

রাজস্ব-জিডিপির অনুপাত বাড়ানোর তাগিদ সিপিডির

গেলো এক দশক ধরে কর-জিডিপির অনুপাত ৭-৮ শতাংশের মধ্যেই রয়েছে। বাজেট ঘাটতি কমাতে এই অনুপাত আরও বাড়ানো প্রয়োজন। করের আওতা বৃদ্ধি করতে না পারা, ফাঁকি ও প্রাতিষ্ঠানিক অদক্ষতার কারণে রাজস্ব আদায় বাড়ছে না। বুধবার (২৪ মে) সকালে কর বিষয়ক সংলাপে এ তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সিপিডির গবেষণা বলছে, দেশের রাজস্ব আয়ের ৫৫ শতাংশ আসে পরোক্ষ কর থেকে। গেলো ৫ বছর প্রত্যক্ষ কর ৩৩ শতাংশের ঘরে আটকে আছে। সম্পদ থেকে রাজস্ব বৃদ্ধির মাধ্যমে প্রত্যক্ষ কর বাড়ানোর সুযোগ রয়েছে। এটাকে কাজে লাগানো প্রয়োজন। প্রত্যক্ষ কর আদায়ের জন্য নতুন নতুন খাত সন্ধানের তাগিদ দিয়েছে সিপিডি।

সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আইএমএফের শর্ত পূরণ করতেও রাজস্ব খাতে সংস্কার প্রয়োজন। এলডিসি গ্রাজুয়েশন ও অর্থনীতি পুনরুদ্ধারে জন্যে রাজস্ব আয় বাড়াতে হবে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, দেশে প্রকৃত পক্ষে প্রত্যক্ষ কর মাত্র সাড়ে চার শতাংশ। এর বড় অংশ ভূমি উন্নয়ন কর। প্রত্যক্ষ কর না বাড়ার কারণে আয় বৈষম্য বাড়ছে।

রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনা হচ্ছে বলে এই সংলাপে উল্লেখ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

/এমএন

Exit mobile version