Site icon Jamuna Television

জয় দিয়েই শুরু রিয়াল মাদ্রিদের

জয় দিয়েই লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গেটাফের বিপক্ষে দলটি জয় পেয়েছে ২-০ গোলে।

উয়েফা সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে মৌসুম শুরু করেছিলো লস ব্ল্যাঙ্কোরা। সান্তিয়াগো বানার্ব্যুতে এদিন ২০ মিনিটে আসে প্রথম সাফল্য। গোল করেন কারভাহাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে লোপেতেগুই শীষ্যরা। ৫১ মিনিটে মার্কো অ্যাসেনসিওর ক্রস থেকে গোল করতে ভুল করেননি পুরো ম্যাচেই দারুণ খেলা গ্যারেথ বেল। ২ মিনিট পর ব্যবধান ৩-০ হতে পারত, যদি না, অ্যাসেনসিওর শট পোস্টে লেগে ফেরত না আসত।

Exit mobile version