সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে সোহাগী বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় রাজশাহী থেকে নাটোর গামী একটি লেগুনা গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় সোহাগী বেগমকে তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সোহাগী বেগমকেও আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক সোহাগী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
এসজেড/
Leave a reply