Site icon Jamuna Television

জাপানে ছুরিকাঘাত-গোলাগুলিতে দুই পুলিশ সদস্যসহ নিহত ৪

জাপানের নাগানো শহরে ছুরিকাঘাত ও গোলাগুলিতে প্রাণ হারালেন পুলিশ সদস্যসহ ৪ জন। আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর রয়টার্সের।

দেশটির বার্তা সংস্থা কিয়োদো’র তথ্য অনুসারে, বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টা নাগাদ জরুরি বার্তা পায় পুলিশ। জানায়, একব্যক্তি ছুরি হাতে এক নারীকে হত্যার জন্য ছুটছেন। পুলিশ পৌঁছানোর আগেই এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয় নারীকে। পরে একটি রাইফেল থেকে গুলি ছুড়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করে ঐ ব্যক্তি। পরে চতুর্থ এক বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত হয়।

প্রাথমিক তথ্য অনুসারে, হামলাকারী পার্লামেন্ট স্পিকার মাশামিচি আওকি’র সন্তান। পুলিশের কাছে আত্মসমর্পণের আগে কয়েক ঘণ্টা লুকিয়ে ছিলেন নিজ বাড়িতে। জাপানে হত্যাকাণ্ড খুবই বিরল। সে কারণে- গেলো বছর, আততায়ীর হামলায় প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যু অবাক করেছিলো পুরো বিশ্বকে।

এটিএম/

Exit mobile version