বন্দি বিনিময় চুক্তি: ১০৬ ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিলো রুশপন্থী ওয়াগনার গ্রুপ

|

ছবি : সংগৃহীত

বন্দি বিনিময় চুক্তির আওতায় ১০৬ ইউক্রেনীয় সেনা সদস্যকে মুক্তি দিয়েছে রুশপন্থী ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। বৃহস্পতিবার (২৫ মে) তথ্যটি নিশ্চিত করেছেন ইউক্রেনের চিফ অব স্টাফ। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে তিনি জানান, বাখমুতে লড়াইয়ের সময় তাদের বন্দি করা হয়। এদের মধ্যে রয়েছেন ৮ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, তাদের সীমান্ত পার হতে সহযোগিতা করছে ওয়াগনার সৈন্যরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইয়েভগেনি প্রিগোঝিনের সাথে তাদের ভিডিও প্রকাশিত হয়েছে।

বিনিময়ে ওয়াগনার গ্রুপের একদল যোদ্ধা, ভাড়াটে সেনাদল রোজভার্দিয়ার অফিসার এবং আখমত ইউনিটের সদস্যদের মুক্তি দিয়েছে ইউক্রেন।

টানা ৮ মাসের লড়াইয়ের পর, গত সপ্তাহেই বাখমুত পতনের ঘোষণা দেয় রাশিয়া। অবশ্য কিছু জায়গা দখলে রয়েছে এমন দাবি করেছে ইউক্রেন। এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার ইউক্রেনীয়কে মুক্তি দেয়া হয়েছে; যাদের মাঝে ১৩৯ জন বেসামরিক।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply