ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয়ে কপাল পুড়লো লিভারপুলের

|

ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় জয়ের দিনে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে রেড ডেভিলদের। তবে কপাল পুড়েছে গতবারের রানার্সআপ লিভারপুলের।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে ওল্ডট্র্যাফোর্ডে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ৬ মিনিটেই এরিকসনের ফ্রি কিক থেকে দারুণ হেডে স্কোর লাইন ১-০ করেন ক্যাসিমিরো। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্তিয়াল।

খেলার ৭৩ মিনিটে রেড ডেভিলদের ৩-০ গোলের লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেজ। ৫ মিনিট পর আবারও মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় টেন হাগের দল।

খেলার শেষদিকে চেলসির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। খেলার বাকি সময়ে আর কোনও গোল না হলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই বড় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এক রাউন্ড বাকি থাকতেই পয়েন্ট তালিকার শীর্ষ চার চূড়ান্ত হয়ে গেছে ইউনাইটেডের। ৩৭ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৯, আর্সেনালের ৮১, ইউনাইটেডের ৭১ ও নিউক্যাসলের ৭০।

৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা লিভারপুলকে এখন খেলতে হবে ইউরোপা লিগে। প্রিমিয়ার লিগের আরেক দল ব্রাইটনও জায়গা করে নিয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতায়। প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে আগামীকাল।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply