প্রতিপক্ষের দুর্বলতা বিবেচনায় উইকেট তৈরি করা হবে: বাশার

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে প্রতিপক্ষের দুর্বলতা বিবেচনায় উইকেট তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। তবে উইকেট কেমন হবে? পেস নাকি স্পিন সহায়ক? নাকি স্পোর্টিং সেই বিষয়টা খোলাসা করতে নারাজ বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১৪ জুন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। ওই ম্যাচের আগে মুশফিক-লিটনরা যেমন শুরু করেছেন অনুশীলন, তেমনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও অনেকটা গুছিয়ে নিয়েছে নিজেদের পরিকল্পনা।

আফগানদের বিপক্ষে সবশেষ টেস্টে স্পিন উইকেট বানিয়ে বিপাকে পড়েছিল টাইগাররা। এবার সাকিব আল হাসানও চোটের কারণে মিস করবেন একমাত্র টেস্ট। তাইতো রশিদ খানদের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি করার কথা নয় টিম ম্যানেজমেন্টের। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট পারফর্ম করছে অনবদ্য। তাসকিন, হাসান, এবাদতরা কাপন ধরিয়ে দিতে পারেন যেকোনো দলের ব্যাটিংয়ে। তাহলে কী এবার আফগান বধে সবুজ পেস সহায়ক উইকেট দেখা যাবে মিরপুরে? এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সংশ্লিষ্টরা। তবে নির্বাচক হাবিবুল বাশার দিয়েছেন ইঙ্গিত।

তিনি বলেন, (উইকেট নিয়ে) একটা পরিকল্পনা তো আছেই। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে যথেষ্ট পরিষ্কার। কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। অবশ্যই কোনো খেলার আগে আমরা সেটি খোলাসা করবো না।

হাবিবুল বাশার আরও বলেন, মিরপুরের উইকেট কেমন হতে পারে, না পারে সেটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply