কেউ পরেছে অদ্ভুত পোশাক, আবার কারো মুখ ভরা নানান রঙের আঁচড়ে। কেউবা আবার বিচিত্র নাচে হাসানোর চেষ্টা করছে দর্শকদের। সার্কাসের মতো এমন মজার দৃশ্যের দেখা মিললো পেরুর রাজধানী লিমার পথে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২৫ মে) দেশটিতে পালিত হয়েছে ক্লাউন ডে বা জোকার দিবস। এ উপলক্ষ্যেই আয়োজন করা হয়েছিল বিশেষ শোভাযাত্রার। যাতে ক্লাউন বা সং সেজে অংশ নেয় কয়েকশো’ মানুষ। নাচে গানে মাতিয়ে তোলে রাজপথ।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এই ক্লাউন ডে পালনের উদ্দেশ্য হলো, কিছুক্ষণের জন্য হলেও সবার মুখে হাসি ফোটানো। তাই অদ্ভুত সাজ-পোশাকে দর্শকদের আনন্দ দিতে ব্যস্ত ছিল ক্লাউনরা। পেরুর বিখ্যাত জোকার জোসে আলভারেজ ভেলেজের সম্মানে প্রতিবছর ২৫ মে ক্লাউন ডে হিসেবে পালিত হয় দেশটিতে।
এসজেড/
Leave a reply