নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ‘পুলিশের কাজে বাধা দেয়া’র মামলায় আজ আরও সাত শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানসহ ২৭ জন জামিন পেয়েছেন। আন্দোলনের সময় সংঘর্ষ, ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
আজ সোমবার বিকালে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে কারাগারে থাকা এসব শিক্ষার্থীর জামিন দেন।
নিরাপদ সড়ক আন্দোলনের মামলায় জামিন পাওয়া ৭ শিক্ষার্থী হলেন- এশিয়ান ইউনিভার্সিটির সাবের আহমেদ উল্লাস, আইইউবিএটি’র আমিনুল এহসান বাইজিদ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিসালাতুল ফেরদৌস, জেডিসি পরীক্ষার্থী ইহসানউদ্দিন ইফাজ, মাহবুবুর রহমান, সাঈদুল ইসলাম ও শাহরিয়ার হোসেন।
তারা সবাই ভাটারা ও বাড্ডা থানার মামলায় গ্রেফতার ছিলেন। এর আগে গতকাল নিরাপদ সড়ক আন্দোলনে সংশ্লিষ্ট ৪২ জনের জামিন মঞ্জুর করেন আদালত।
Leave a reply