Site icon Jamuna Television

নাটোরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে এসে পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ওয়াফি ইসলাম সায়েম। সে রাজশাহীর দূর্গাপুর উপজেলার খাজখামার গ্রামের সুজন আলীর ছেলে। তার বাবা মালদ্বীপ প্রবাসী।

শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার চিমনাপুর সাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটির মা মোছা. মিম বেগম গত বুধবার তার খালু বাগাতিপাড়ার চিমনাপুর গ্রামের মৃত ফকির শাহের ছেলে আব্দুল হাকিমের বাড়িতে শিশুটিকে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন। সেখানে মজিবর নামের একজনের বিয়ের দাওয়াতে এসেছিলেন। ওই বাড়িতে নতুন জলমটর বসানোর জন্য একটি পানি ভর্তি গর্ত করে রাখা ছিল।

শুক্রবার দুপুরে ওই গর্তের পানিতে পড়ে যায় শিশু সায়েম। স্বজনরা ডুবন্ত সায়েমকে দেখতে পেয়ে পানি থেকে তুলে দ্রুত তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এসজেড/

Exit mobile version