Site icon Jamuna Television

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলা, নিহত ২

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে ডিনিপ্রো শহরের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২ জন নিহত হয়েছে ও ২৩ জন আহত হয়েছে। খবর বিবিসি’র।

আহত ২৩ জনের মধ্যে ২১ জন হাসপাতালে আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেন, হামলায় তিন ও ছয় বছর বয়সী দু’জন শিশু আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হাসপাতালে থাকা অন্যদের উদ্ধারে কাজ চলছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাতে তারা রাশিয়া থেকে ছোঁড়া ১৭টি মিসাইল ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ডিনিপ্রো ও খারকিভ শহরে আঘাত হানে।

/এনএএস

Exit mobile version