ডিম সংগ্রহ করতে গিয়ে কুমিরের পেটে গেলেন ৭২ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ায়। খবর এনডিটিভি’র।
পুলিশ জানায়, ওই বৃদ্ধ খাঁচা থেকে কুমির বের করে দিয়ে ডিম আনার চেষ্টা করেছিলেন। এ সময় কুমিরটি তার হাতের লাঠি কামড়ে ধরে তাকে টানতে থাকে। পরে সে পুকুরের মধ্যে পড়ে যায়।
পরে বৃদ্ধকে ৪০টি কুমির ঘিরে ধড়ে। একপর্যায়ে তার দেহে টুকরো টুকরো করে ফেলে। খামারের বিভিন্ন স্থানে রক্তের দাগ পড়ে রয়েছে।
পুলিশ প্রধান বার্তা সংস্থা এএফপিকে জানায়, কুমিরটিকে বের করে দিয়ে ডিম আনার চেষ্টা করলে তখন কুমিরটি তার হাতে থাকা লাঠি কামড়ে ধরে। একপর্যায়ে অন্য কুমির এসে তার ওপর হামলা চালায়।
/এনএএস

