উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে বড় জয় বাংলাদেশের

|

গ্রুপের তলানির দল উজবেকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত বড় জয়ই পেয়েছে বাংলাদেশ। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার (২৬ মে) পুল ‘বি’তে নিজেদের তৃতীয় ম্যাচে ৩-১ গোলে উজবেকদের হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেন আমিরুল ইসলাম। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসও ফিরে পেলো মামুনুর রশীদের দল।

স্বপ্নটা বেঁচে রইলো। বেঁচে রইলো ইতিহাস গড়ার আশা। প্রত্যাশিত জয়, তবে যতটা আশা ছিল ততটা বড় হয়নি স্কোরলাইন। তাতে কী! পূর্ণ পয়েন্ট, সাথে শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখার স্বস্তি।

জানুয়ারিতে মাস্কাটে হেসে খেলে হারানো উজবেকিস্তান যেন সালালায় দুর্ভেদ্য আবেদ-প্রিন্সদের কাছে। অন্তত প্রথম কোয়ার্টারে তা-ই মনে হয়েছে। তবে সেই কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম বাংলাদেশকে ঠিকই এগিয়ে নিয়েছেন।

পরের কোয়ার্টারেও সুযোগ কাজে লাগিয়েছেন এই পিসি স্পেশালিস্ট। আমিরুলের জোড়া গোলে ২-০’র লিডে বিরতিতে গেছে লাল সবুজ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবেদ উদ্দিনের সহজ ফিল্ড গোল, বড় স্কোরের আশা বাঁচিয়ে রেখেছে। যদিও এরপর সুযোগ পেয়েও আর গোলের দেখা মেলেনি।

সুযোগ অবশ্য প্রতিপক্ষরা কাজে লাগিয়েছে। ফজিলবেক হুসানভের গোলে ব্যবধান কমিয়েছে উজবেকিস্তান। শেষ চারের মিশনে তিন ম্যাচের দুটিতেই জয় পেল বাংলাদেশ। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া পরীক্ষা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply