সরকারি কর্মচারী ও আমলারা চিন্তিত হতে পারে; মার্কিন ভিসানীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মার্কিন ভিসানীতির ফলে সরকারি কর্মচারী, ব্যবসায়ী ও আমলা যারা যুক্তরাষ্ট্রের ভিসা নেয় তারা চিন্তিত হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৭ মে) দুপুরে মাতৃভাষা ইনস্টিটিউটে এক প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, এ বিষয়ে সাধারণ ভোটার, এজেন্টদের চিন্তার কোনো কারণ নেই। এছাড়া, মার্কিন ভিসানীতির ফলে অর্থ পাচার কমবে বলেও মনে করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভিসানীতির আওতায় দেশে জ্বালাও-পোড়াও বন্ধ হোক। দেশে সুষ্ঠু নির্বাচন হোক। ড. আব্দুল মোমেন বলেন, দেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে আগে কখনও কোনো সমস্যা হয়নি। পারিবারিক সমস্যার কারণে বদিউল আলম মজুমদারের বাসায় সমস্যা হয়েছিল বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শুধু কিছু সরকারি কর্মচারী আর ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ- যাদের ছেলেমেয়ে বিদেশে পড়েন, বাড়িঘর করেছেন, দেশের টাকা পাচার করেছেন; তাদের কিছু সমস্যা হতে পারে। এই ভিসানীতির ফলে আশা করছি, অর্থ পাচার হয়তো কমবে। বড় লোকরাই তো ভিসার জন্য যান। ভিসা নিতে অনেক টাকা লাগে। সাধারণ লোক ওই টাকার ব্যয় বহন করতে পারেন না।

আরও পড়ুন: বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য যুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরাফাতের চিঠি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply