কুয়াকাটায় ডুবে যাওয়া ২ পর্যটককে জীবিত উদ্ধার

|

স্টাফ ক‌রেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে সাতার না জানায় মো. রাশিক (২৭) এবং মেজবাহ উদ্দিন তালুকদার (২৮) ডু‌বে গেলে তাৎক্ষ‌ণিক খবর পে‌য়ে তা‌দেরকে জীবিত উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটলে তা‌দের‌কে উদ্ধার ক‌রে কুয়াকাটা ২০ শয‌্যাবি‌শিষ্ট স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রি‌জো‌নের অতিরিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে শনিবার সকা‌লে কুয়াকাটায় ঘুরতে আসেন রাসিক ও মেজবাহ উদ্দিন তালুকদার নামে দুই পর্যটক। পরে দুপুরে সৈকতে গোসল করতে নামে তারা। এ সময় সাতার না জানায় প্রবল জোয়ারের কারণে সাগরের কিনারা থেকে বেশ দূরে চলে গি‌য়ে ডু‌বে যায়। বিষয়টি সৈকতে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে তাৎক্ষণিকভাবে ওয়াটার বাইকের মাধ্যমে লিটন, ফেরদৌস রাব্বানীসহ কয়েকজন সেচ্ছাসেবী তাদের উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চিকিৎসা প্রদান করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অতি‌রিক্ত পু‌লিশ সুপার আজাদ আরও জানান, যারা সাতার না জানে তাদের সৈকতে নামতে বারবার নিষেধ করা হয়। তবুও পর্যটকরা সৈকতে নামেন। তবে সৈকতে ডুবে যাওয়া ২ পর্যটককে তাৎক্ষণিকভাবে দেখতে পেয়ে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তারা দু’জনেই চিকিৎসা নিচ্ছে।

এ ছাড়া ডুবে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্ধারকৃতদের পরিবারের সদস্যরা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply