Site icon Jamuna Television

খাগড়াছড়ি আদালতে বিচারপ্রার্থীদের জন্য হচ্ছে বিশ্রামাগার

খাগড়াছড়ি করেসপন্ডেন্ট:

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। শনিবার (২৭ মে) সকালে ন্যায়কুঞ্জ নামের এই বিশ্রামাগারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, প্রধান বিচারপতির আগ্রহ ও নির্দেশনায় দেশের সকল জেলা জজ আদালতে ন্যায়কুঞ্জ স্থাপনের কাজ শুরু হয়েছে। ন্যায়কুঞ্জতে সাক্ষীরাসহ মামলার বিচারপ্রার্থীরা এসে অপেক্ষা করতে পারবেন। ন্যায়কুঞ্জে দুগ্ধপোষ্য শিশুদের মায়েদের জন্য ব্রেস্টফিডিং রুমের আলাদা ব্যবস্থা করা হবে। তাছাড়া বিচারপ্রার্থীদের জন্য শৌচাগারসহ সুপেয় পানির ব্যবস্থা থাকবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই ন্যায়কুঞ্জ তৈরিতে ব্যয় হচ্ছে ৪৫ লাখ টাকা, যা বাস্তবায়ন করছে খাগড়াছড়ি গণপূর্ত অধিদফতর। এটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, জেলা ও দায়রা জজ মো. শাহীন উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আজিজুল হক, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, খাগড়াছড়ির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন, পুলিশ সুপার নাঈমুল হক এবং জেলা বারের সভাপতি আশুতোষ চাকমাসহ অনেকে।

পরে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে মো. শাহীন উদ্দিনের সভাপতিত্বে বিচারকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার প্রধান অতিথি বিচারপতি শেখ হাসান আরিফ তার বক্তব্যে জেলার পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দিক-নির্দেশনা দেন। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বাক্ষীদের যথা সময়ে আদালতে হাজির করার যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিচারকদের প্রতি বিশেষভাবে নির্দেশ প্রদান করেন তিনি।

/এমএন

Exit mobile version