অবশেষে ঋণ খেলাপী হওয়া থেকে অনেকটাই বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

|

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়াতে নীতিগতভাবে একমত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি। খবর আল জাজিরার।

দীর্ঘ এক মাস ধরে কয়েক দফা বৈঠকের পর শনিবার (২৮ মে) সমঝোতা হওয়ার বিষয়টি জানান এ দুই নেতা। ফলে দেশটির ঋণখেলাপি হয়ে পড়ার শঙ্কা অনেকটাই দূর হয়েছে। আগামী ৫ জুন ঋণসীমা বাড়ানোর শেষ সময়।

ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর ইস্যুকে কেন্দ্র করে মাসজুড়েই তোলপাড় চলছে মার্কিন রাজনীতিতে। হোয়াইট হাউস ও কংগ্রেসের প্রতিনিধি পরিষদের মতবিরোধের কারণে ৩১ ট্রিলিয়ন ডলারের খেলাপী হওয়ার শঙ্কায় পড়ে ফেডারেল সরকার। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা সরকারের খরচ কমানোর দাবি জানান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply