সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের বিক্ষোভ সমাবেশ

|

সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (২৮ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশে যোগ দেন ৪টি রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। দেশের মানুষ আর সরকারের সাথে নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সবাই দিশেহারা।

সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করার কথাও জানান নেতারা। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সরকারকে বিদায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সমাবেশে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ব্যবসার নামে সিন্ডিকেট করে জনগণের পকেট কেটে নেয়া হয়েছে। লক্ষ লক্ষ না, কোটি কোটি না, শত শত কোটি টাকা জনগণের পকেট কেটে হাতিয়ে নিয়ে গেছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply