হেগেতে দেড় হাজার পরিবেশবাদী আটক

|

নেদারল্যান্ডসে অন্তত দেড় হাজার পরিবেশকর্মীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ মে) তাদের আটক করা হয়। খবর আল জাজিরার।

সরকারের জিবাশ্ম জ্বলানিতে ভর্তুকি বন্ধের দাবিতে দেশটিতে আন্দোলনে নামে পরিবেশকর্মীরা। হেগের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান করে পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আটক করা হয় বিক্ষোভকারীদের। এ তালিকায় দেশটির অনেক সেলিব্রেটিও রয়েছে।

পরে অবশ্য আটকদের বেশিরভাগকেই ছেড়ে দেয়া হয়েছে। তবে বেশকয়েকজনকে বিচারে মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply