রাজশাহী ব্যুরো:
‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৭৮ হাজার ৫৯১ জন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৪০ জন শিক্ষার্থী। ঘণ্টাব্যাপী চলা পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে সাইবার ক্রাইম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনী। জালিয়াতি ধরা পড়লে শাস্তির ব্যবস্থা করতে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
এ বছর ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৬৫ জন এবং ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬টি।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সজাগ রয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ১১টি হেল্প ডেক্সে বিএনসিসি ও রোভার স্কাউট সহযোগিতা করবে।
এসজেড/
Leave a reply