দুই সপ্তাহের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া: জাপান

|

ছবি : সংগৃহীত

মাত্র দুই সপ্তাহের মধ্যেই নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে জাপান। খবর আলজাজিরার।

এ ঘটনার পর সতর্ক অবস্থানে রাখা হয়েছে দেশটির সামরিক বাহিনীকে। টোকিও জানিয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি পিইংইয়ংয়ের পক্ষ থেকেই জানানো হয়েছে জাপান সরকারকে।

উত্তর কোরিয়া জানায়, কোনো সামরিক পদক্ষেপ নয় বরং মহাকাশ গবেষণার উদ্দেশে উপকূলীয় এলাকা থেকে উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইটটি।

তবে জাপানের সামরিক বাহিনীর শঙ্কা, স্যাটেলাইট নয় বরং উৎক্ষেপণ করা হতে পারে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। বেশ কিছুদিন ধরেই নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতির কথা জানিয়ে আসছে উত্তর কোরিয়া। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, নজরদারি এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াতেই এই প্রচেষ্টা চালাচ্ছে পিইয়ংইয়ং।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply