ভোটদানের পর কর্মী-সমর্থকদের মধ্যে সালামি বিলিয়ে আনন্দ ভাগ করে নিলেন রিসেপ তাইয়েপ এরদোগান। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এমন একটি চিত্র। খবর রয়টার্সের।
রোববার (২৮ মে) ইস্তাম্বুলের রান-অফ বা দ্বিতীয় ধাপের ভোটদানের জন্য যান তুর্কি প্রেসিডেন্ট। কেন্দ্রের বাইরে এসে উপস্থিত কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটারদের সাথে তিনি করেন কুশল বিনিময়। এ সময় অনেকে সালাম দিলে তাদের হাতে ধরিয়ে দেন সালামি।
গণমাধ্যমের দাবি, একগুচ্ছ ২০০ লিরার নোট ছিলো এরদোগানের হাতে। যার প্রত্যেকটি ১০ ডলারের সমতুল্য। তিনি ছোটদের হাতে একটি করে সৌজন্য নোট দেন। যাকে সালামি হিসেবেই গ্রহণ করেন উপস্থিতরা।
মুসলিম বিশ্বে ঈদ বা উৎসবের সময় সালামি বিতরণ একটি ঐতিহ্য। কিন্তু এরদোগানের এই আচরণ নির্বাচনী বিধিমালার লঙ্ঘন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এটিএম/
Leave a reply