রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশায় এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে মুন্নাফ শেখ (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৯ মে) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুন্নাফ শেখ পাংশা উপজেলার চরঝিকড়ী গ্রামের শুকুর আলী শেখের ছেলে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ জুলাই শিশু (৭) খেলাধুলা করে বাড়ি ফেরার পথে মুন্নাফ শেখের বাড়ির উঠানে পৌঁছালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী এক গৃহবধূ দেখে ফেলে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে মুন্নাফ শেখ শিশুকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় গত ২০২১ সালের ১২ জুলাই মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা থানার এসআই মো. হুমায়ন রেজা গত ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
রাজবাড়ী বারের আইনজীবী অ্যাড. জাহিদ উদ্দিন মোল্লা বলেন, রায়ে ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।
ইউএইচ/
Leave a reply