রাশিয়ার কথিত ‘গুপ্তচর তিমি’ ভালদিমিরকে নিয়ে চলছে তোলপাড়। সম্প্রতি সুইডেনের জলসীমায় বেলুগা প্রজাতির প্রাণীটিকে দেখা গেছে। সোমবার (২৯ মে) এই তথ্য জানায় ওয়ান হোয়েল অরগানাইজেশন। খবর আল জাজিরার।
২০১৯ সালে প্রথমবার তিমিটি দেখা যায় নরওয়ের উত্তরাঞ্চলে। ওই সময় মেরিন বায়োলজিস্টরা প্রাণীটির শরীর থেকে একটি ট্র্যাকিং ইকুয়েপমেন্ট সরান। যার মধ্যে ছিল একটি ক্যামেরা। তাছাড়া, সেন্ট পিটার্সবার্গের নাম খোদাই করা একটি প্লাস্টিক বেল্ট ছিল গলায়। ক্যামেরার ভিডিও বিশ্লেষণে দেখা যায়, রুশ নেভিরা তিমিটিকে প্রশিক্ষণ দিয়েছেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
পরে নরওয়ের কর্তৃপক্ষ প্রাণীটির নাম দেন ভালদিমির। শব্দটির অর্থ তিমি মাছ। সম্প্রতি, সুইডেনের দিকে সরে যাচ্ছে ১৩-১৪ বছর বয়সী তিমিটি। ধারণা করা হচ্ছে, সঙ্গী খোঁজার উদ্দেশ্যেই গভীর জলসীমার দিকে যাচ্ছে প্রাণীটি।
/এমএন
Leave a reply