তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোগান তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জার্মান শহর মেনহাইমে। চূড়ান্ত ফল ঘোষণার পর প্রবাসী তুর্কিদের সাথে সংঘাতে জড়ায় কুর্দিরা। খবর রয়টার্সের।
সংঘাতে তাদের ব্যবসায়িক স্থাপনা-গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি করা হয় মারধর। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
জার্মানিতে সবচেয়ে বেশি তুর্কি বসবাস করেন। যাদের মধ্যে ১৫ লাখ এবারের নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দ্বিতীয় ধাপে গড়ালে এরদোগানের শক্ত প্রতিপক্ষ কামাল কিলিচদারোগলুর জয়ের ব্যাপারে অনেকেই আশাবাদী হন। কিন্তু ৫২ দশমিক দুই শতাংশ ভোট নিশ্চিত করে মসনদে ফেরেন রিসেপ তাইয়েপ এরদোগান।
এএআর/
Leave a reply